ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৭ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ল সাড়ে পাঁচটায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কবির হোসেনের পুড়ে যাওয়া ১৭ পরিবারকে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম বলেন,গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে দেশ ও জাতির যেকোনও ক্রান্তিকালে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছে। অগ্নিকাণ্ডের পরও আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এগিয়ে এসেছি।বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত দুর্গতদের পুনর্বাসনেরও চেষ্টা করছে আগামীতেও করে যাবে।
তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। এর আগেও যেকোন মানবিক বিপর্যয়ে সাধ্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত পরিবার কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে।ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর সূরা সদস্য আক্তারুজ্জামান মোল্লা, কফিল উদ্দিন সরকার, কবির সরকারসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।