শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়া আবাসিক মহিলা কলেজে তারুণ্যের উৎসব-২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বর্ণিল বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের এ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জুবাইদুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক মো. শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসব-২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।