মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
২০১৮-১৯ সালে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন, শুক নদ আর লাচ্ছি নদী খনন করে সরকার। যাতে ব্যয় হয়েছিল ২৪ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। টাঙ্গন নদের ৩৫ কিলোমিটার খনন, নদের ২ ধারে ১ লাখ ৫ হাজার বর্গমিটার এলাকায় ঘাস ও ৭ হাজার গাছের চারা রোপণ করার কথা।
কাজটি পায় ঢাকার তাজুল-নিয়াজ জেভি নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে খনন করা হলেও ঘাস ও চারা রোপণ করা হয়নি।
২০২০ সালের ৮ জানুয়ারি নদ খননের কাজটি উদ্বোধন করেন তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। কাজটি ২০২১ সালের ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ২০২২ সালের শেষের দিকে।
তবে খননে কোনো লাভ হয়নি, বরং যথাযথ প্রয়োগ না থাকায় দিনদিন বেপরোয়া হচ্ছে নদের দখলদাররা। নদ-নদী দূষণকারী ও দখলদারদের কোনো শাস্তি হয়েছে এমন নজির নেই। নদ-নদী রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন ও দৃশ্যমান কাজ না হওয়ায় সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে ও ঠেকানো যাচ্ছে না নদ-নদীর অবৈধ দখল। ফলে একশ্রেণির সুবিধাভোগীর হস্তক্ষেপে দখলি জমিতে নতুন নতুন বসতভিটা, দোকানপাট ও শিল্পকারখানা গড়ে তোলায় দিনদিন নদ-নদীর গতিপথ বন্ধ হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই নদ-নদী হারাবে তার চিহ্ন। যেন কমছেই না নদ-নদীর ওপর চলা নির্মম নির্যাতন। এ যেন নদীর দেশে নদীই সংখ্যালঘু। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হয়েছে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ঠাকুরগাঁও জেলার ১৩ নদ-নদীর দৈর্ঘ্য প্রায় ৪৯১ কিলোমিটর। আর তালিকাভুক্ত ৪৬০ জনের দখলকৃত জমির পরিমাণ সাড়ে ৭ একর। অভিযানে ১৩৩ জনের দখলে থাকা জমি উদ্ধার হয়েছে প্রায় ৩ একর। দখলদারদের কবলে পড়ে নদ-নদী হারিয়েছে জীবন্ত সত্তা। ঝুঁকিতে পড়েছে পরিবেশ। নদ-নদী দূষণ সহ অবৈধ স্থাপনা তৈরি করায় মূল নদ-নদীর প্রবাহ অত্যন্ত সংকুচিত হয়ে পড়ছে। যেন দেখার কেউ নেই। নদীরক্ষা আইন আছে, রয়েছে কঠোর শাস্তির বিধানও। কিন্তু আইনের প্রয়োগ না থাকায় বেপরোয়া হচ্ছে দখলদাররা। নদীর গতিপথ ধীরে ধীরে বন্ধ হতে থাকলেও কার্যত পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। আর বছরের পর বছর এমন অবস্থা চলতে থাকায় ভারসাম্য নষ্টের পাশাপাশি বেকার হয়েছেন জেলেরা। ঠাকুরগাঁও জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা টাঙ্গনের মতো প্রতিটি নদ-নদীই এখন ধু-ধু বালুচর। বর্ষা কিংবা খরা মৌসুমে পানি শুকিয়ে জেগে উঠছে চর। টাঙ্গন, শুক, সেনুয়া সহ ১৩টি নদ-নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখলদারদের মাধ্যমে দিনের পর দিন গড়ে তোলা হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় দখল আর সময়-অসময়ে অপরিকল্পিত খননে কোনোভাবেই প্রাণ ফিরছে না এসব নদ-নদীর। চর জেগে ওঠায় দিনদিন গতিপথ বন্ধের পাশাপাশি ছোট হয়ে আসছে নদ-নদীগুলোর সীমানা। এ সুযোগ কাজে লাগিয়ে জমি দখলে মরিয়া হয়ে উঠছে দখলদাররা। টাঙ্গন নদ খননের পরও বছরের অধিকাংশ সময়জুড়ে থাকে পানির সংকট
পৌরসভার খালপাড়ার বাসিন্দা এনায়েত হোসেন বলেন, ’১০-১৫ বছর আগে টাঙ্গন নদ অনেক বড় ছিল। বর্ষা হোক বা খরা সব সময় ভরাট পানি থাকত। দু-তিন বছর আগে নদ খনন করেছে আগের সরকার তবু পানি নাই এবং নদের ধারগুলো দখল হয়ে গেছে। দখলের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেন না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ফলে দিনদিন নদের সীমানা ছোট হয়ে পরিণত হচ্ছে মরা খালে। দ্রুত ব্যবস্থা না নিলে নদ অচিরেই নিশ্চিহ্ন হবে।’জেলে প্রবীর কুমার রায় বলেন, ‘ঠাকুরগাঁওয়ে যে কটা নদ-নদী আছে এগুলোতে এখন পানি নাই। আগে মাছ মেরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম আর এখন পানি নাই নদে। নদের চারপাশ দখল করেছে কিছু প্রভাবশালী লোক। নদ ছোট হয়ে গেছে।’সুজনের ঠাকুরগাঁও জেলা সভাপতি আবদুল লতিফ বলেন, ‘নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নে বড় আকারের কার্যকর উদ্যোগ নেই। দেশের নদ-নদী অব্যাহতভাবে দখল হয়েছে, হচ্ছে। ধনী-দরিদ্র, শিক্ষিত-নিরক্ষর, রাজনীতিক-ব্যবসায়ী, জনপ্রতিনিধি-সাধারণ মানুষ সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ অবৈধভাবে নদ-নদী দখলের সঙ্গে যুক্ত। নদীরক্ষায় সরকার কমিশন গঠন করলেও তারা দখলদার ও দূষণকারীদের পক্ষে কাজ করেছে। আমরা আশা করছি নদ-নদী দখলমুক্ত হবে।’
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন, ‘আমরা তালিকা ধরে দখলকৃত জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত ৩ একর জমি উদ্ধার করা হয়েছে। নদী রক্ষা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব জমি দ্রুত উদ্ধার করা হবে।’