1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে ব্যবসায়ীদের সংগঠন আই.বি.ডব্লিউ.এফ-এর ইফতার মাহফিল আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম! ঝুঁকিপুর্ণ সাংবাদিকতা পেশায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাট ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত আলোচিত মাগুরার আছিয়া খাতুনের বাড়ীতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবার বলছে আত্মহত্যা ! “রামুর শিক্ষক নুরুচ্ছফা হত্যার নয় বছর” পিতৃহত্যার ন্যায় বিচার চায় শিশু ইয়াহিয়া

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৩৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বাবুল এর বিরুদ্ধে চাঁদাবাজি সহ জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে ভুক্তভোগী দৌলতুন নেছা ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন রানীশংকৈল থানায়। এছাড়াও তার ভাই মশিউর ও স্থানীয় বিজয় সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়।
অভিযুক্ত মনিরুজ্জামান বাবুল রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা। অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা ভুক্তভোগী দৌলতুন নেছার জমি দখল করার চেষ্টা করে আসতেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দফায় দফায় বসা হলেও কোন সমাধান না পাননি ভুক্তভোগী দৌলতুন নেছা। পরবর্তীতে নিজের জমিতে বাউন্ডারি ওয়াল গড়ে তোলেন তিনি। এ সময় গত ২৭ জানুয়ারি রাতে ভুক্তভোগীর করা বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে দেয় ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। এসময় তাকে বাধা দিতে গেলে ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। সেই সাথে মিথ্যা মামলা ও হত্যার হুমকিও দেন। এদিকে ভুক্তভোগীর জানান, দীর্ঘদিন ধরেই এই বাবুল আমাকে হুমকি দিয়ে আসতেছে। আমার জমি দখল করে আমাকে হত্যা করে দিবে এমন হুমকি দিতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো দেখে তখনো তাকে কিছু বলা যায়নি।
এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই তারপরও তার ক্ষমতা যায় না। আমি আমার জমি বিক্রি করতে গেলে সে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেয়। আমার জমিটি বায়নামা করেছি সেই লোককেও সে মারপিট করছে। তার কথা তাকে ৩ লাখ টাকা না দিলে সে আমাকে আমার জমিতে থাকতে দিবে না। আমি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছি। আমি আইনে বিশ্বাসী যে তারা আমার পাশে থাকবে। এদিকে অভিযোগের বিষয়ে ঐ সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম