ইব্রাহীম খলিল:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “আসুন, একসাথে মানবতার উষ্ণতা ছড়াই, ভালোবাসা বিলিয়ে দেই প্রিয়জনদের” এ স্লোগানে ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার গ্রুপ এবং ইব্রাহিমপুর ইউনিয়ন যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত ৩৪৫ জন শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গ্রুপের মডারেটর আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, সমাজ সেবক প্রবাসী শিপন দেব।
অনুষ্ঠান পরিচালনা ছিলেন, আলমগীর সরকার, আতিকুর রহমান, খুরশিদ আলম, মেহেদি কাবেজ, আরিফুল ইসলাম, সাদ্দাম চৌধুরী, ইয়ার হোসেন, রাকিব, রাব্বি প্রমুখ।
সার্বিক সহযোগিতায়, মেহেদী হাসান রাব্বী, আশিক আহমেদ, জুয়েল রানা, ইব্রাহিম, নুর জামাল, হাফিজুর রহমান, ইমরান, সমীর, আব্দুল্লাহ, হৃদয়, স্বাধীন, কামরুল, মিশু সরকার, আমিন খান, আকাশ, অভি প্রমুখ।
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা যুবকদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেন।
ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে তরুণদের প্রতি আহবান জানান এবং যেকোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন।