1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাট্য র‍্যালি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাট্য র‍্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৩৫ বার

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে ছাত্রদলের বর্ণাট্য র‍্যালি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর ও যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলাম নেতৃত্বে সম্পন্ন হয়েছে।

১জানুয়ারী বুধবার বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কলেজ ও ইউনিয়ন হতে ছাত্রদলের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল উপজেলার জলদি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। সমবেত ছাত্রজনতা বিকাল ৪টার দিকে বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী জলদি মিয়ার বাজার হয়ে উপজেলার প্রধান সড়ক ধরে টিএনটি অফিস পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাট্য র‍্যালি ও সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৈয়ব ও মোহাম্মদ মারুফ প্রমূখ।

পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষনে রক্ত স্নাত ফ্যসিবাদবিরোধী লড়াইয়ে বিজয়ী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান। দেশের জাতীয় সংকটে ছাত্রদলের ভূমিকা হচ্ছে অবিস্মরণীয়। জুলাই গণঅভ্যূত্থানে শাহাদাত বরণকারী চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক ওয়াসিম আকরামসহ অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। নেতাকর্মীদের ত্যাগ ও রক্তের বিনিমিয়ে ৫আগস্ট এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা দেশের দীর্ঘ ১৬বছরে স্বৈরাচার সরকারের ফ্যাসিবাদি শাসনামলে যারা গুম-খুনের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের অপর যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজারো মামলা, গুম, খুন, নির্যাতনের শিকার হয়ে রাজপথে লড়াই করেছে ছাত্রদল। ৫ আগস্ট এদেশের ছাত্র জনতার যে আন্দোলন করেছে সে আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংগঠনের অসংখ্য নেতা কর্মী হাত,পা, অঙ্গ হারিয়েছে। স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠায় এদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মিকে সকল ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সজাগ দৃষ্টি রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম