1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইছাক-আবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন  মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান 

মাগুরায় ইছাক-আবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫ বার

মোঃ সাইফুল্লাহ ;

অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন ইছাক-অবিরন ফাউন্ডেশনের পক্ষ এবারও আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি,সার্টিফিকেট ও শীতবস্ত্র রঙিন সুয়েটার বিতরণ করা হয়েছে।

মাগুরা শ্রীপুরের দোসতিনা গ্রামের বাসিন্দা, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম নান্নু গ্রামের কৃতি সন্তান হিসেবে একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষায় প্রতিষ্ঠিত করতে প্রতিবছরই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। গতবছর মেধাবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের খাতা,কলম,স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করেছিলেন। যথারীতি এবারও অভিভাবক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, মেধা মূল্যায়ণ সার্টিফিকেট, ক্রেস্ট ও দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন রঙিন সুয়েটার বিতরণ করেন। ২০২০ সালের পর থেকে তিনি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহতভাবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। শিক্ষকদের জন্য আসবাবপত্র, কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য সহযোগিতা করা হয়েছে। যতদিন এই ফাউন্ডেশন থাকবে ততদিনই সহযোগিতা করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার দিপ্তী রানী কর,রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ছামছুল হক বুলবুল , পিটিএ সভাপতি কদর আলী মোল্লা, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সোহেল মোল্লা।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মন্ডল ও পূর্বশ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বলে জানাগেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৩/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম