রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে বিএনপির উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার দিকে রাউজান উপজেলা পরিষদের ভবন চত্বরে এবং পরবর্তীতে মুন্সির ঘাটা এলাকায় বিএনপির কেন্দ্রীয় দু’নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার অনুসারীদের মধ্যে এ মারপিটের ঘটনা ঘটে।এতে একপক্ষ আরেক পক্ষকে কিল ঘুষি দিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
সে সময় পাশে উদ্ধোধন হচ্ছিল উপজেলা চত্বরে বিজ্ঞান মেলা।এখানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করে। পুলিশ দু’গ্রুপকে উপজেলা পরিষদ মাঠ থেকে বের করে দেন।
জানা যায়, সকাল ১১টার দিকে রাউজান উপজেলা ও পৌরসভার সদ্য নির্বাচিত বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদকেরনেতৃত্বে নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাতে আসেন। এরা প্রত্যেকেই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী। সাক্ষাৎ চলাকালীন সময়ে প্রশাসনিক ভবনের ভিতরে হট্টগোল বাঁধে। সাক্ষাৎ শেষে বেরিয়ে এলে উপজেলা পরিষদ চত্ত্বরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সাথে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় গ্রুপের অনুসারীরা উপজেলা চত্ত্বর হতে পৃথকভাবে মিছিল সহকারে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মুন্সির ঘটায় পৌঁছালে উভয় পক্ষের পুনরায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে রাউজান উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ও গোলাম আকবর খন্দকারের অনুসারী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে উপজেলা প্রশাসনের সাথে সাক্ষাৎ করছি হঠাৎ কিছু দুষ্কৃতিকারী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আমাদের সদ্য নির্বাচিত সভাপতি জসীম চৌধুরীসহ ১০-১২ জন আহত হয়। তাদের হামলায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ায় আহতদের সঠিক তথ্য দিতে পারছি না। গত ১৭ বছর যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে ছিলেন না, তারাই এই হামলা করে। তারা ২৪ ঘন্টা উপজেলা প্রশাসন ঘিরে রাখে। বিএনপির কোন নেতাকর্মী ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের বাঁধা দেয় লাঞ্ছিত করে। আমরা উপরে আলোচনা মাধ্যমে আইনী পদক্ষেপ গ্রহন করব।এই বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বলেন,তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করতে তারা পকেট কমিটি করে। সেই পকেট কমিটি স্বৈরাচারীর দোসরদের সাথে নিয়ে উপজেলায় আসলে সাধারণ নেতাকর্মীরা প্রতিবাদ করলে গোলাম আকবর খন্দকারের অনুসারীরা সাধারণ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে শহীদ, নবী, রিয়াদ, রাব্বীসহ আরো ৩জন আহত হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। এই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, উপজেলা পরিষদের ভেতরে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার উপজেলা পরিষদের চত্বরে বিজ্ঞান মেলা ও আলোচনা সভা চলছে। বিএনপির কিছু নেতাকর্মী আমার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এই সময় এসিল্যান্ড, ওসি উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষ ওরা চলে যায়। মারামারি বিষয়ে কিছুই জানিনা।