1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ঠাকুরগাঁওয়ে সেতু নির্মাণ কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী রাউজানে শত শত বিঘা নষ্ট হচ্ছে কৃষি জমি -নিরব পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন

শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৪ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

ঢাকার অদুরে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার শুরু থেকে দুর্নীতিগ্রস্হ আর অনিয়মে ব্যাপক আলোচিত হয়ে পড়েছিল।যেখানে অনিয়মই ছিল নিয়ম।বিগত ২৮ নভেম্বর ২০০০ ইং সালে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে সাবেক ৩ টি ওয়ার্ড বর্তমানে ৯ টি ওয়ার্ড নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা এটি।পরবর্তীতে তেলিহাটি ইউনিয়নের আংশিক(উজিলাব)অন্তর্ভুক্তি করা হয়।পৌরসভাটি বর্তমান ‘ক’শ্রেণীভুক্ত। পৌরসভার আয়তন ৪৭.২৫ বর্গ কিলোমিটার।মোট লোকসংখ্যা ৩লাখের উপর।পুরো পৌরসভায় ৩০ কিলোমিটার রাস্তা রয়েছে।
পৌরসভার স্হায়ী জনবলের সংখ্যা ৪৪ জন আর অস্হায়ী বা মাস্টাররোল কর্মচারির সংখ্যা ৭০ জনের মত।পৌরসভার ৮৫ ভাগ এলাকা জুড়ে ছোট-বড় ও মাঝারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার ফলে পৌরসভাটি ঘনবসতিপুর্ন।পৌরসভার বাজেটের সিংহভাগ টাকা আসে শিল্প ও বানিজ্যিক কর হতে।দেশের বৃহত্তম পৌরসভা এবং স্হানীয় শিল্প ও বানিজ্যিক কর আদায়ে পৌরসভাটি অর্থনৈতিকভাবে স্বাভলম্বি।বাৎসরিক আয় ৭০-৮০কোটি টাকার উপরে।

জানা যায়,দীর্ঘদিন পৌরসভার উন্নয়নের রুপকল্প শুনিয়ে প্রতিবছর বেশ ঘটা করে বিশাল অংকের বাজেট ঘোষনা করা হলেও বাস্তবে দেখা যায় উল্টো। বাজেটের সিংহভাগ টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে পৌরসভার গুটি কয়েক কর্মকর্তা পকেট চলে যায়।সমানতালে হরিলুট চলে পৌরসভার প্রকৌশল শাখা,কর শাখা আর লাইসেন্স শাখা।বাদ যায়নি কনজাভেন্সির কর্মকর্তার বেলায়।পৌরসভার কনজাভেন্সি কর্মকর্তা জহির পৌরসভার আওতাধীন একশ’র বেশী শিল্প কারখানা হতে পরিস্কার পরিছন্নের নামে মাসোহারা আর ভুয়া বিল-ভাউচারে শত কোটি টাকার মালিক বনেগেছে।অঢেল সম্পদের মালিকানার দৌঁড়ে পিছু নেই ভুয়া নিয়োগপ্রাপ্ত সার্ভেয়ার মোস্তফা কামাল।তার নির্মানাধীন মাওনা ও শ্রীপুরে দু’টি নান্দনিক বাড়ীর কাজ চলমান।অবৈধ অর্থ-সম্পদের প্রভাবে ৫ আগষ্টের পর পৌরসভার নানা কর্মে তার একছত্র আধিপত্য বিস্তার লক্ষনীয় বলে সচেতন মহল মনে করছেন।

সুত্রে প্রকাশ,৫আগষ্টের পর মেয়রদের বাধ্যতামুলক অপসরন করা হয়।পৌরসভার দুর্নীতিবাজ কর্মকর্তা/কর্মচারিদের প্রশ্রয়দাতা অপসারিত মেয়র রাজনৈতিক কারনে গা ঢাকা দেয়ায় বেবাচেকার মধ্যে পড়ে দুর্নীতিবাজ কর্মকর্তা/কর্মচারিরা।অন্তবর্তি সরকারের স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সিন্ধান্তে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহন করেন।দায়িত্ব নিয়ে পৌর নাগরিকদের সেবা নিশ্চিত করার লক্ষে ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেন।নাগরিক সুবিধা সু-নিশ্চিত করতে দায়িত্বের শুরুতেই প্রশাসক পুরো পৌরসভার সমস্যা চিহ্নিত করে উন্নয়নের রোডম্যাপ গ্রহন করেন।পৌর নাগরিকদের আবেদনের প্রেক্ষিতে পৌর প্রশাসক সরেজমিনে অনুন্নত সড়ক যোগাযোগ,ড্রেন,সড়কবাতি,কালভাটসহ পৌর নাগরিকের আবেদিত বিষয়গুলো পরিদর্শন করে গুরুত্ব বিবেচনা করে গত ১৬ জানুয়ারী ৩৫টি প্যাকেজে কয়েক কোটি টাকা ব্যায়ে পৌর উন্নয়ন কাজের দরপত্র আহবান করেছেন।

উল্লেখ্য,পৌরসভায় কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের হরিলুটের জন্য বিগত অর্থবছর গুলোতে বিশাল অংকের বাজেট ঘোষিত হলেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি।খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল উন্নয়ন।পৌরসভার উন্নয়নে প্রতিবন্ধকতা মেয়রের উদাসিনতাই ছিলো অন্যতম কারন।
৫আগষ্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ প্রশাসকের দায়িত্বভার গ্রহন করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেন।পাশাপাশি দীর্ঘদিন চলে আসা পৌরসভার এলোমেলো প্রশাসনিক ব্যবস্হা সংস্কার।নিষ্কৃয় মাস্টাররোল কর্মচারি ছাঁটাই এবং কর্মকর্তাদের স্বীয় পদের সঠিক দায়িত্ব পালনে নির্দেশনা এবং সেবা প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিতকরন ছিল প্রশাসকের মাইলফলক সিদ্ধান্ত।প্রশাসকের কঠোর নীতির ফলে দ্রুত সময়ে মধ্যে পৌরসভার শৃংখলা ফিরে আসে।এ ধারা অব্যাহত রাখতে পারলে সহসাই শ্রীপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করা সম্ভব বলে পৌর সচেতন নাগরিকরা মনে করছেন।পাশাপাশি যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা/কর্মচারিরা মেয়রকে বিপদগামি করে নিজেদের আখের গোছাতে পৌরবাসীকে উন্নয়ন বন্ঞিত করে আসছিল,ওইসব দুর্নীতিবাজরা এখনো অধরা।ওদের বিরুদ্ধ তদন্তপুর্বক কঠোর শাস্তীমুলক ব্যবস্হা নিলে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

শ্রীপুর পৌরসভার সার্বিক বিষয়ে পৌর প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি কাজ করতে যেয়ে পৌরসভার প্রশাসনিক বিশৃংখল,নানা অসংগতির বিষয়গুলো আমার কাছে দৃশ্যমান হয়।অনিয়ম আর দুর্নীতিতো রয়েছেই।নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।উপজেলা নির্বাহী কর্মকর্তার একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে।পৌরসভার সকল বিষয়ে আমি অগ্রাধিকার দিচ্ছি।পৌরসভার শৃংখলা ফিরিয়ে আনতে প্রচেষ্ঠা চালাচ্ছি।নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছি।একটি পরিকল্পিত নগরের জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দেয়া হয়েছে।ইতিমধ্যে ফুটপাতের কাঁচা বাজার স্হানান্তরিত করা হয়েছে।সেখানে নাগরিক আর ব্যবসায়ীদের সুবিধার্থে লাইটিং করা হয়েছে।পথচারিদের চলাচলের ফুটপাত উন্মোক্ত করা হয়েছে।যানজট সহনশীল পর্যায়ে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।ইতিমধ্যে পৌরসভার উন্নয়নের রোডম্যাপের আংশিক বাস্তবায়নের লক্ষ্যে ৩৫টি প্যাকেজের মাধ্যমে দরপত্র দেয়া হয়েছে।
স্বল্প সময়ের মধ্যে আরো কয়েকটি পৌর উন্নয়ন প্রকল্পের দরপত্র আহবান করতে প্রকৌশল শাখার কাজ চলমান রয়েছে।পৌর কর পুনঃনির্ধারন করতে এসেসমেন্ট কাজ চলমান রয়েছে।টার্গেট রয়েছে কর পুনঃনির্ধারনের ফলে পৌরসভার আয় একশ’ কোটি টাকা ছাড়াবে।আমাদের যে রোডম্যাপ রয়েছে তা বাস্তবায়ন করতে পারলে পৌরসভাটি একটি পরিকল্পিত নগরিতে রুপান্তরিত হবে।সার্বিক উন্নয়নের আওতায় চলে আসবে পুরো পৌরসভা।পৌর নাগরিকের সহযোগিতা পেলে খুব দ্রুতই সম্ভব হবে শ্রীপুরকে একটি রোল মডেল পৌরসভা করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম