মাইন উদ্দিন বাবলু,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে গুইমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিকেলে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সদর ইউনিয়নের গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইয়াকুব আলি পিন্টুর সঞ্চালনায় ও গুইমারা উপজেলা কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক,এডভোকেট রবিউল হাসান,(পলাশ)
এসময় কৃষক সমাবেশে বক্তব্য দেন,খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক,এম,এন আবছার,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক,এডভোকেট,আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,খাগড়াছড়ি জেলা কৃষকদলের সভাপতি, পারদর্শী বড়ুয়া,গুইমারা উপজেলা বিএনপি সভাপতি
সাইফুল ইসলাম সোহাগ,সাধারণ সম্পাদক,আরমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম প্রমুখ।
সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।