রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির সৃষ্ট উত্তেজনার মাঝেও সমিতির রাউজান অফিস কার্যক্রম চলমান রেখেছে। ২৫ জানুয়ারি রবিবার দুপুরে মালিক সমিতির জলিল নগর বাস ষ্টেশনস্থ অফিস পরিদর্শন করে দেখা যায়, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা অফিস করছেন।
সকাল ১০ টারদিকে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি রাউজান অফিসে আসেন। ১১টার দিকে তিনি চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির জরুরি কাজে রয়েছেন বলে অফিস সূত্রে জানা যায়। তবে রাউজান অফিসের কর্মচারীরা প্রতিদিনের ন্যায় সড়ক পরিচালনার দায়িত্ব পালন করছেন। রাঙামাটি থেকে ছেড়ে আসা দুর পাল্লার গাড়ী গুলো চেকিং করছেন একজন। একই সাথে ঢাকা ও অন্যান্য অঞ্চল গামী বাস ও মিনিবাস নিরাপদে চলাচল করতে দেখা গেছে। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ২৪ জানুয়ারি সকালে মালিক সমিতির সমন্বয়ক পরিচয়ে বহিরাগত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সমিতির কার্যালয় দখলের চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করে পুলিশ প্রশাসনকে অবহিত করি। চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি মুঠোফোনে বলেন, চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সকল সদস্যরা সড়ক পরিবহণ ব্যবসায়ী। যাত্রী সেবা নিশ্চিত করতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এ সমিতি পরিচালনায় ও সড়কের লাইন কার্যক্রমে কেউ বাঁধা দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।