চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী।
শুক্রবার (০৩ জানুয়ারি) বা’দ জুমআ মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মো: বাহাদুর হোসাইনের নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদায়ী ইমামের হাতে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মো: বাহাদুর হোসাইন এ সময় বলেন, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীক হুজুর অত্র মসজিদে অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ আট বছর দ্বীনের খেদমত করে গেছেন। আমরা প্রিয় হুজুরের নেক হায়াত এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জে. সানজিদ এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো: জাফর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেষতলা গ্রাম সভাপতি মো: মাছুম বিল্লাহ, সামাজিক ব্যক্তিত্ব দলিলুর রহমান, যুবনেতা মির্জা ইউসুফ শামীম, মাওলানা জাহিদ হাসান, সামাজিক ব্যক্তিত্ব কামাল হোসেন, মো: মোস্তফা, আলমগীর হোসেন প্রমুখ।