এ এইচ এম মহিউদ্দিন
সেনবাগ, নোয়াখালী..
নোয়াখালী সেনবাগ পৌর শহরের ৪নং ওয়াডের কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার সন্ধ্যার পর জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।
সেনবাগ পৌর যুব জামায়াত সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে শীত বস্ত্র ও গৃহস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম। আকবর আলী কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন মজুমদার, গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, জয়নগর ওয়াজেদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমাম উদ্দিন, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি এবং সেক্রেটারি আলা উদ্দিন, কাদরা ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু জাহেদসহ প্রমুখ।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে আলোচনা শেষে অতিথিরা উপস্থিত শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং মৌলভী দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়ের জন্য নির্মিত ঘরের উদ্বোধন করেন।
জামায়াতে ইসলামী কতৃক শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হয়েছে।