মোঃ শামিম
শ্যামল বাংলাঃ
বিপুল উৎসাহ উদ্দিপনায় ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের পিকনিক ২০২৫ ইং অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ চাটখিল উপজেলা বাসী গণ্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনীতিবিদ নোয়াখালী জেলারলোকজন এতে অংশগ্রহন করেন।
গত ২৪ শে জানুয়ারী শুক্রবার রাজধানীর অদুরে আশুলিয়া সেভঅন পার্ক এ অনুষ্ঠিত হয়। এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ।
সভাপতি – আবদুর সাওার দাওয়াতে উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়ার সহ সভাপতি- ওমর ফারুক সাধরন সম্পাদক -হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সবেক সাভাপতি গোলাম মোস্তফা সেলিম, লিয়াকত হোসেন মামুন, মনির হোসেন মুকুল, এস এম আব্দুল আউয়াল সালেহ, ফজলুল করিম শামীম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিয়া ফোরামের তারেক আজিজ সিপন