মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার বেপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার, মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম বিজয়, থানা আহ্বায়ক সদস্য মোহাম্মদ হেলাল ভূইয়া, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কাশেম ভূইয়া বাবুল, যুগ্ম আহবায়ক তন্ময় হাসান কাজল, সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোবারক হোসেন মুন্সী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রবীণ বিএনপির নেতা নজরুল ইসলাম আয়ুব ও আব্দুল লতিফ মাল প্রমূখ।
উক্ত সম্মেলনে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে দুইজন করে প্রার্থীতা হন। তারা হলেন সভাপতি পদে ফারুক মোল্লা ও মোহাম্মদ মোস্তাক মিয়া। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউনুস প্রধান ও মোহাম্মদ মোসলেম মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মুকবল প্রাঠান ও মোহাম্মদ মোতালেব মিয়া।