হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের সাইকেল মেকার হাবিল উদ্দিনের ছেলে উপজেলা যুবলীগনেতা ও নকলা ডাকবাংলোর কেয়ারটেকার নূর হোসেনকে ১৮ জানুয়ারী দিবাগত রাতে নকলা সিনেমা হলমোড় থেকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
এবিষয়ে নকলা থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে নকলা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা নং ১৯৭৪/১৫/৩ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৪ মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত নূর হোসেনের বিরুদ্ধে নামধারী সাংবাদিক হিসেবে তথাকথিত নকলা আওয়ামী প্রেসক্লাবের নামে চাঁদাবাজি, কলাপাড়া গ্রামের জনৈক সাংবাদিকের জমি দখল, পৌর মেয়র লিটন ও কলাপাড়া ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলীর সহযোগিতায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ব্যক্তিগত সমাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতিকালে বর্তমান সরকার, বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নিয়ে বিভ্রান্তিমূলক অপ প্রচার চালানোর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত নূর হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য নকলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন , নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন বাবু, ছাত্রলীগ নেতা নকলা পৌরসভার কর্মচারী ফজলে রাব্বী রাজন ও প্রশাসনের দালাল হিসেবে পরিচিত একজন সাংবাদিক চেস্টা চালিয়ে ব্যার্থ হয় ।