হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নকলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ খোরশেদুর রহমান, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম , মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সায়েদুল হক মাষ্টার , বিদ্যালয়ের শিক্ষক মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।