নবীগঞ্জ প্রতিনিধি।।
চোখের আড়াল হলে, মনের আড়াল নয় বন্ধুত্বের অটুট বন্ধন এভাবেই হয়।
এ স্লোগানকে সামনে রেখে। নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচ এর বন্ধ সেলিম চৌধুরী (ফ্রান্স প্রবাসী)কে দেশে আগমন উপলক্ষে গত শনিবার সন্ধা ৭ ঘটিকায় উসমানী রোড়অস্ত নবীগঞ্জ চাইনিজ রেষ্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠত হয়।উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ৯৬ ব্যাচের যুগ্ন আহবায়ক মোঃবদরুজ্জামান য়ুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম এর উপস্থাপনায় এতে বক্তব্য প্রধান করেন যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান মিলন,আব্দুল বাকির চৌধুরী এমরান, জায়েদুল আলম চৌধুরী সাজু,ইকবাল আহমেদ বেলাল,পরিমল মালাকার, মাতলুবোর রহমান, অসিম কুমার নাগ, মোঃ ইয়ামিন চৌধুরী, সজল চক্রবর্তী, সায়িদ আহমদ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন হামিদুল হক সিপন, রতন রায়, নির্মল চন্দ্র পাল,মোঃ লয়লুর রহমান লালন, মাজেদুর রহমান, মোসারফ আহমদ খান,হেলাল আহমদ,সুজিত পাল, সুমন্ত পুরকায়স্থ, কাওছার মিয়া, বিপলব দাশ,জয়নাল মিয়া,মনধীর চন্দ, আবুল কালাম আজাদ, মোঃ নুরুল হোক,মাসরুল আহমদ, মোঃ সরোয়ার আহমদ, ইসমাইল আহমদ,জয়নাল মিয়া, স্রীকান্ত দাশ, আশিষ কুমার পাল,রথীন্দ্র চন্দ, প্রমুখ।
মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
নবীগঞ্জ, হবিগঞ্জ