নোয়াাখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ।
বৃহস্পতিবার সকালে কবিরহাট পৌরসভার অডিটোরিয়ামে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাসব্যাপী ৩৮টি স্থানে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বজলুল করিম চৌধুরী আবেদ।
এ সময় বজলুল চৌধুরী আবেদ বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দপা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবেন। তিনি চান ৩১ দফার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তৃণমূল ও প্রান্তিক জনগণের মানুষের মাঝে পৌঁছে দিতে। তাই তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি সেই বিষয়গুলো তুলে ধরে আগামীর বাংলাদেশ গঠনের।
তিনি আরো বলেন, আমাদের নেতার তারেক রহমান চায় সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে। যেন এখানে কেউ দুর্নীতি,চাঁদাবাজি, লুটপাট না করতে পরে। এ সময় প্রধান অতিথি সবার কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় কবিরহাট বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন
কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহব্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব কামাল হোসেন, কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাসেত হিরন , কবিরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব মহিন উদ্দিনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি