“প্রেসবিজ্ঞপ্তি”
আগামী ৭ই জানুয়ারী ফেলানী হত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরামের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সুশীল ফোরাম সভাপতি মোঃ জাহিদ সরকারের প্রতি দাবী পেশ করেন।
চিঠিতে তিনি বলেন, ফেলানী ট্রাজেডিটি
আমাদের পরাধীনতার প্রত্যক্ষ দলিল, এমন অানেক নাম জানা, অজানা ফেলানীকে ৫৪ বছরে ভারতের কাছে থেকে বন্ধুত্ব স্বরূপ সীমন্তে “বিএসএফ” গুলিকরে আমাদের কে হত্য করা হয়।
এভাবে সিমান্তে আর কোন মানুষ যেন,
ফেলানীর মত বাংলাদেশী (ভাই /বোন) কে হত্যা করা না হয়। এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন ।
প্রেস বিজ্ঞপ্তিতে” ফেলানী দিবস উপলক্ষে, সরকারের কাছে সুশীল ফোরামের পক্ষ থেকে সুনির্দিষ্ট ৫ টি দাবী পেশ করেন তিনি ।
১। ফেলানীর নামে একটি সড়কের নামকরণ করা হোক।
২। ফেলানীর পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটি সম্মানী ভাতা প্রদান করা হোক
৩। আন্তর্জাতিক আদালতে ফেলানী হত্যার বিচার করা হোক।
৪। ভারত-বাংলাদেশ সীমান্তে সকল হত্যাকান্ড বন্ধ করা হোক।
৫। সীমান্তে সকল হত্যাকান্ডের বিচার করা হোক।।