1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব - মাহমুদুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার! মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ! ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে ক্ষোভ আইনজীবীদের ! লালমাইয়ে জামাতের ভাষা দিবস উপলক্ষে বর্নাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের পুষ্পস্তবক অর্পণ ২২ ফেব্রুয়ারি গোদাগাড়ীতে আসছেন ধর্ম উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত — ২১ জন নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠাপুলি উৎসব খরচ ছাড়া কাজ করেন না ভূমি কর্মকর্তা লুতফর রহমান

ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৬৬ বার

এ এইচ মোবারক

নিজস্ব প্রতিবেদকঃ

রুহুল আমীন গাজী মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ, প্রতিকূল পরিস্থিতিতে পেছনে কে আছেন তা খেয়াল রাখে নাই কখনো । দূর্বার সাহস নিয়ে চলেছেন। সাংবাদিকদের যে কোন দাবী আদায়ে তিনি সবসময় সোচ্চার ভূমিকায় ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গাজীর স্মরণে সভায় এ কথা বলেন ।

গত ৬ জানুয়ারী ২০২৫ ইং মঙ্গলবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমীন গাজী স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) । আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আয়োজন করে।

 

স্মরন সভায় আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান বলেন ভারত আর বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে আমারা দিব না। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে । খুনী শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে জাহাজ বাড়ীতে ৯ জনকে ডিবি হেফাজত থেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আমরা সেটা আমার দেশ পত্রিকায় প্রকাশ করেছিলাম ।


গাজী ভাই-এর সাথে আমার ঘনিষ্ঠতা ২৫ বছর ধরে। উনার সাথে আমিও পেশাজীবী আন্দোলনে জড়িত ছিলাম।
এসময় মাহমুদুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে চার জনকে কারাগারে হত্যা করা হয়েছে।
এই সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। কারাগারে নাসির উদ্দীন পিন্টুকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে, আব্দুর রহিমকে অক্সিজেন না দিয়ে আইসিইউতে হত্যা করা হয়। তদরুপ রুহুল আমিন গাজী ক্যান্সারে আক্রান্ত ছিল তাকে সঠিক চিকিৎসা না দিয়ে হত্যা করে।

 

তিনি আরও বলেন ফ্যাসিস্ট দানব খুনী শেখ হাসিনার নির্দেশ দিয়ে কীভাবে ইলিয়াসকে গুম করিয়েছেন এবং সম্ভবত তাকে হত্যা করেছে।সেদিন ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব।’

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, খুনি হাসিনা ও তার ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী ভূমিকা রেখেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মরহুম রুহুল আমিন গাজী।
তিনি নিপীড়িত, নির্যাতিত ও মজলুম সাংবাদিক। ফ্যাসিস্ট খুনী হাসিনার নির্দেশে তাকে বিনা বিচারে, বিনা অপরাধে ১৮ মাস কারাগারে বন্দী রাখে, তাকে কারাগারে নিয়মিত ঔষধ সেবন ও এমনকি প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার পর্যন্ত দেওয়া হয়নি।
ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি সৈয়দ আবদাল আহমেদ, নিউনেশনের সাবেক সম্পাদক মস্তফা কামাল মজুমদার, ড. আব্দুল লতিফ মাসুম, মিসেস রুহুল আমিন গাজী প্রমুখ। এছাড়া রুহুল আমিন গাজীর ছেলে আফফান আবরার আমিন তার পিতার স্মৃতিচারণ করেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম