মোঃ সাইফুল্লাহ ;
মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের কারণে তাকে অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
মানববন্ধনে ইউনিয়ন পরিষদের সদস্যরা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান পান্না খাতুনের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে তাকে অপসারণের দাবি জানান। ইউনিয়ন পরিষদের সদস্য রূপ কুমার মন্ডল,আরুফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম টুটুল বক্তব্য রাখেন। তারা বলেন, চেয়াম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য অনাস্থা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। তারা আওয়ামী লীগের নেত্রী ও নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করা দূর্নীতিবাজ চেয়ারম্যানকে অনতি বিলম্বে প্রত্যাহারের ব্যবস্থা নিতে কতৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/০১/২০২৫ইং