1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইছাক-আবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ ! সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার এক পরিবারের বিরুদ্ধে ১০ মামলা- প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার! মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ! ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে ক্ষোভ আইনজীবীদের ! লালমাইয়ে জামাতের ভাষা দিবস উপলক্ষে বর্নাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত 

মাগুরায় ইছাক-আবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৭ বার

মোঃ সাইফুল্লাহ ;

অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন ইছাক-অবিরন ফাউন্ডেশনের পক্ষ এবারও আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি,সার্টিফিকেট ও শীতবস্ত্র রঙিন সুয়েটার বিতরণ করা হয়েছে।

মাগুরা শ্রীপুরের দোসতিনা গ্রামের বাসিন্দা, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম নান্নু গ্রামের কৃতি সন্তান হিসেবে একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষায় প্রতিষ্ঠিত করতে প্রতিবছরই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। গতবছর মেধাবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের খাতা,কলম,স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করেছিলেন। যথারীতি এবারও অভিভাবক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, মেধা মূল্যায়ণ সার্টিফিকেট, ক্রেস্ট ও দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন রঙিন সুয়েটার বিতরণ করেন। ২০২০ সালের পর থেকে তিনি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহতভাবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। শিক্ষকদের জন্য আসবাবপত্র, কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য সহযোগিতা করা হয়েছে। যতদিন এই ফাউন্ডেশন থাকবে ততদিনই সহযোগিতা করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার দিপ্তী রানী কর,রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ছামছুল হক বুলবুল , পিটিএ সভাপতি কদর আলী মোল্লা, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সোহেল মোল্লা।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মন্ডল ও পূর্বশ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বলে জানাগেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৩/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম