মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় জামায়াতের ইসলামীর শ্রীপুর সদর ইউনিয়নের কার্যালয় শহরের নতুন বাজারে মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
শ্রীপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ছাত্র নেতা মাওলানা মোঃ ইনছান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী মাওলানা মোঃ সাইফুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ও শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর তদারককারী মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, নড়াইলের কালিয়াকৈর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক খলিফা খাজা আহমেদ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার অফিস সেক্রেটারী মাওলানা আমিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন আমির এম হাবিবুর রহমান রিপন, শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা দপ্তর সম্পাদক ও রিকশা -ভ্যান ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী ও সেক্রেটারী নূরনবীসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০১/২০২৫ইং