মােঃ সাইফুল্লাহ ;
মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। জেলায় সুন্দর ও জাকজমক ভাবে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়। জেলা প্রশাসক জেলা পর্যায়ের সকল বিভাগকে এ কর্মসুচি পালনে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান। সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম , সিভিল সার্জন শামীম কবির, গনপূর্ত এর নির্বাহী প্রকৌশলী, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন উদ্দিন, , জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, কমান্ডেন্ট আনসার ও ভিডিপি মাহবুবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন জেলা ক্রীড়া কর্মকর্তা অনিতা দাস, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উৎসব বাস্তবায়নে সক্রিয় ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারী উৎসবের শেষ হবে। এস দেশ বদলাই, পৃথিবী বদলাই, এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হচ্ছে বলে জানা গেছে ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩১/১২/২০২৪ইং