মােঃ সাইফুল্লাহ ;
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি।
খেলায় ৩০ টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আগামী ২৯ জানুয়ারি বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
মোঃ সাইফুল্লাহ , মাগুরা, ২৮.০১.২৫ইং