মোঃ মজিবর রহমান শেখ,
জীবন থেকে চলে গেলো আরেকটি বছর, চলে গেলো কতো আনন্দ হতাশা,আবেগ,ভালবাসা কতো দুঃখ। দিনের সাথে জীবনের হায়াত নামক সময়টাও ফুরাচ্ছে। জানি না সামনের বছর সময়,দিন,তারিখ,মাস,সেকেন্ড ঘড়ির কাটা কার কতটুকু ভালো বা খারাপ যাবে। সকলের জন্য দোয়া ও ভালবাসা থাকবে। সকল গ্লানি কেটে যাক,নতুন দিনে নতুনন্ত আসুক জীবনে। সকলের মনের আশা পূরন হোক। তবে ২০২৪ সালটা সকলের জীবনে অনেক খারাপ একটা সময় গেছে, এই সময় যেনো কখনো আর না আসে আল্লাহর কাছে দোয়া করি। সকল ক্ষোপ, হিংসা বিবেদ ভুলে গিয়ে, সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে সবাই সবার ভাই হয়ে যাই। ২০২৫ সালটা সকলের জীবনে সুখ এবং শান্তি হয়ে আনুক। দেশের সকল মানুষ ভালো থাকুক সুন্দর থাকুক এটাই কামনা করি। দ্বীনের পথে সকলে যেনো চলতে পারি। রাব্বুল আলামিন আমাদের সকল গুন্নাহগুলো মাফ করে দেয়। সুখময় দিনে,আনন্দে কাটুক সকলের জীবন। সকলের জন্য দোয়া ও ভালবাসা রইলো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছর হোক আনন্দের মুখে ফুটুক সকলের হাসি ।
নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দনে —-
মোঃ মজিবর রহমান শেখ
(সাংবাদিক)