হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
মাউশি’র নির্দেশনায় বাংলাদেশে ১ জানুয়ারি থেকে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব কর্মসূচি পালনের জন্য চলছে নানা কর্মসূচি। এর ধারাবাহিকতায় শেরপুরের নকলায় স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে চলেছে নানা কর্মসূচির। ২২ জানুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে ৩ দিনব্যাপী তারুণ্য মেলার সমাপনী দিনে মেলার স্টল পরিদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।
আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি এবং আন্দোলনকালীন সময়ে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করা নকলার বাসিন্দা আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সম্মাননা দেওয়া হয় শহীদ পরিবারের সদস্য ও আহতদের।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক উমর ফারুক। আরও বক্তব্য দেন নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফকরুল আলম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হানিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাইয়ান আল মাহদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিথলিয়া গ্রামের শহীদ শফিকের স্ত্রী মুন্নি বেগম, আহত বানেশ্বর্দী গ্রামের সৈয়দ মো. ডালিম মিয়া ও মধ্য লাভা গ্রামের হাছর উদ্দিনসহ অনেকেই।
এইসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাব্বির হোসেন, এসএম মাসুম, মোকছেদুল হাসান মনি ও রোহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত ধুকুরিয়া গ্রামের হাসিবুল হাসান তুহিন ও বাহার আলীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।