এ এইচম মহিউদ্দিন
সেনবাগ নোয়াখালী
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ ১লা জানুয়ারী সকাল ৯ঃ৪৫ এ সেনবাগ উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও সেনবাগ বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে র্যালীতে সহকারী কমিশনার ভূমি ও সেনবাগ পৌরসভার প্রশাসক জনাব, মোঃ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ জনাব, মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব, মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক মাস্টার মো:আব্দুল হান্নান লিটল, উপজেলা যুবদল নেতা সাহেব উদ্দিন রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সেনবাগ পৌরসভার সভাপতি আলাউদ্দিন আলো, বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম রবি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ভলান্টিয়ার টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন করে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।