1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস ।

চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লার উদ্যোগে ২০২৫-২৬ রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের শীতলিয়া এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো: বদরুজ্জামান মুসলিমী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় পর্যায়ের সফল কৃষি উদ্যোক্তা আবুল হাসেম, কৃষক মো: মোস্তফা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, বিজন কুমার দেব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার মহসিন মিজী, মাওলানা মোজাম্মেল হক, ইউপি সদস্য নূরে আলম মামুন, মীর মাজহারুল ইসলাম, মনির হোসেন, আবদুল কাদের, মাওলানা আবুল খায়ের, মফিজুর রহমান, মো: হিরণ মিয়া, রবিউল হোসেন, তরুণ কৃষি উদ্যোক্তা রিফাত হোসেন সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, “উজিরপুর ইউনিয়নের শীতলিয়া, পূর্বকাশিপুর, শুয়ারখিল সহ বিভিন্ন গ্রামে মোট ৬৮ হেক্টর জমিতে সরিষা আবাদে ব্যাপক সাড়া পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ফলন বেশি হবে। কৃষকরা এই বছর সরিষা চাষ করে বিঘা প্রতি ৪ থেকে ৫ মন করে ফলন পাবে বলে আশা করছি। বিভিন্ন রোগ ও পোকামাকড় দমনে মাঠপর্যায়ে পরামর্শ চলমান রয়েছে। সরিষা আবাদ করে নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনেতিক বিশেষ অবদান রাখবে”।

উপস্থিত কৃষকরা তাদের বক্তব্যে বলেন, “রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রণোদনার বীজ ও সার বিতরণের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসারের সহযোগিতা ও স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসারের পরামর্শে সরিষা আবাদ করে আমরা লাভবান হবো ইনশাআল্লাহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেশ ভালো ফলন হয়েছে। আশা করছি সরিষার ভালো দাম পাব।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম