হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ হত্যার মামলায় নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে শেরপুর জেলা শহরের নয়ানী বাজার এলাকা থেকে ১৯ জানুয়ারি বিকেলে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোশাররফ হোসেন সরকার বাবু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেন। তিনি নকলা আওয়ামী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ।