1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তারুণ্য মেলা অনুষ্ঠিত বিশেষ শিশুদের উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’ মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু! মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় পৈতৃক সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করে দুটি ঘর নির্মাণকে কেন্দ্র করে ভূমিদস্যু ও দখলদারিত্বের অভিযোগ তুলে প্রতিপক্ষের বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার!

এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরার দোয়াড়পাড় এলাকার বাঁকী ইমামের ইট ভাটায় ২০৬ শতক জমির প্রকৃত মালিক দাবি করে উক্ত জমিতেই সংবাদ সম্মেলনে বক্তব্য দেয় মৃত ইব্রাতুল্লো ও আইজদ্দিনের পরিবারের সদস্যরা। এসময় পরিবারটির ১০ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইজদ্দিনের ৫ ছেলে আকু শেখ, ইসলাম শেখ, আমিনুল শেখ, আমজেদ ও শরীফুল এবং ৫ মেয়ে রিজিয়া, সাবিনা, পারভীন, জহুরা ও আকিলা বেগম।

পরিবারটি পক্ষে শরিফুল শেখ সংবাদ সম্মেলনে বলেন, আমি শরিফুল এই মর্মে বয়ান দিতেছি আমার হাতে একটা দলিলের ফটোকপি আছে এই দলিলটার মালিক ইব্রাতুল্লো। আর যে জায়গাটায় বসে রয়ছি এটাই এই জমির দলিল। এই জমির দলিল ইব্রাতুল্লোর এবং ইব্রাতুল্লোর আলাপালা আমরা। এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এই জমির ওয়ারেশ আমরা৷ এই জমির ওয়ারেশ ইচ্ছামূলে খতিরন নেছা৷ খতিরন নেছার ছেলে আমার বাবা আইজদ্দিন। আমরা আইজদ্দিনের ছেলে পেলে৷ আমরা নিরীহ ও খুব সাধারণ গরীব পরিবারের সন্তান। আমাদের এই জমিটি কোনো এক সময় আমার দাদির কাছ থেকে মৌখিক লিজ নেয় মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম। পরবর্তীতে সে এখানে একটা ভাটা তৈরি করে । এরপর আমার দাদি মারা যায়। তবে মারা যাবার আগে দাদি আমাদের জানায় এই জমিটা আমাদের বা আমার বাপের। এই জমিটা তুই তাদের কাছ থেকে ছাড়িয়ে নিস। এই মর্মে আমার বাপ আইজদ্দিন শেখ বাকি ইমামকে এই জমি ছাড়তে বললে সে বলে এই জমি আমাদের, জমি কিনে নিছি আমরা।

এইপর আমার বাপ মাগুরা সিভিল কোর্টে একটি কেস দাখিল করে। আমার বাপ সকল ডকুমেন্টস প্রমাণ, দলিল এবং ২২ এর রেকর্ড দাখিল করে। ঐ সময় আওয়ামী সরকার পাওয়ারে থাকায় আমার নিরীহ বাপকে কখনো ওই কোর্টে যেতে দেয়নি। এই মামলার স্বাক্ষীদের কেও কোর্টে যেতে দেয়নি।

এরপর সে ক্ষমতা ও রাষ্ট্রীয়বলে এই কেসটা স্থগিত আদেশ তৈরি করে। তারপর থেকে কোনো রকম টেনে টুনে নিয়ে গোপনীয় কায়দায় কেসটা হাইকোর্ট নিতে সক্ষম হই। পরে বাকি ইমাম এই জমিতে একটি ব্লিডিং তৈরি করার চেষ্টা করে তখন আমরা স্থানীয় ভাবে বাধা দিতে না পেরে আইনের আশ্রয় নিই। আইন এখানে ৪৪ জারি করে এবং বাকি ইমামকে জমির কাগজ পত্র দেখাতে বলে। এসময় সে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। সে ক্ষমতার বলে এযাবতকাল এই জমিটি খেয়ে আসছে। গত ১৯ তারিখে আমরা এই জমিতে দুটো ঘর উঠাই কারণ এই জমিতে উল্লেখ আছে এই জমি ইব্রাতুল্লাহর।

এরপর থেকে সে আমার ও আমার পরিবারের উপর বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি ও দিয়েছে৷ তাই আমি বাংলাদেশের জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই নিরীহ পরিবারটি পাশে দাড়ানোর জন্য। আমরা কোনো ভুমিদস্যু না আমরা আমাদের জমিতে ঘর করতে চাচ্ছি৷

আমাদের নিয়ে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে “আমরা নাকি ভূমিদস্যু। বিএনপি হয়ে আওয়ামী লীগের জমি দখল করে নিচ্ছি আমরা।”- এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি দখলে নিয়েছি। আমরা আমাদের প্রকৃত দলিলের জমি ফিরে পেয়েছি। যদি বাকি ইমামের কাছে এই জমি কেনার কোনো কাগজপত্র থেকে থাকে আমাদেরকে দেখাক। আমাদের সামনে আনুক। আমরা জমি ছেড়ে দিবো।
সংবাদ সম্মেলনে মাগুরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট- ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম