নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ার হারবাংয়ের পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের উদ্যোগে ৬ ও ৭ জানুয়ারি দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল স্থানীয় সীরাত ময়দানে সম্পন্ন হয়েছে।
সোমবার ৬জানুয়ারি শুরু হওয়া দুই দিনব্যাপী এ মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, মাস্টার সরওয়ার আহমদ ও আবদুল হক।
প্রথমদিন আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক অধ্যাপক ড. বি.এম মফিজুর রহমান আযহারী, শায়খ সিফাত হাসান, মাওলানা আবুল বাশার, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহমদ ছফা ও মাওলানা মো. ইসমাইল।
মাহফিল আয়োজক কমিটির মুখপাত্র মো. ইকরামুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও অধ্যাপক মো. হাসেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শিপন।
দুই দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবস মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা তারেক মনোয়ার, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা শায়েখ সালাহউদ্দিন মাক্কী (বিশেষ প্রশ্নোত্তর পর্ব), মাওলানা মুফতি মুহাম্মদ আলী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা আবরার হোসাইন আসহাবী ও মাওলানা ইসমাইল হোসেন আজাদী।