মােঃ সাইফুল্লাহ ;
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’,- উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ‘ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে বি আর ডি বি’র সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ মুজাহিদ ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে ।
মোঃ সাইফুল্লাহ , মাগুরা, ০৫. ০২.২৫ইং