1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে লুটপাটের অভিযোগে নারীদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার! মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ! ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে ক্ষোভ আইনজীবীদের ! লালমাইয়ে জামাতের ভাষা দিবস উপলক্ষে বর্নাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের পুষ্পস্তবক অর্পণ ২২ ফেব্রুয়ারি গোদাগাড়ীতে আসছেন ধর্ম উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত — ২১ জন নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠাপুলি উৎসব খরচ ছাড়া কাজ করেন না ভূমি কর্মকর্তা লুতফর রহমান

রাউজানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে লুটপাটের অভিযোগে নারীদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪ বার

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে প্রবাসী মো. রাসেল সহ কয়েক পরিবারে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটপাটের অভিযোগ এনে মানববন্ধন করেছে শতাধিক নারী। গতকাল সোমবার বিকালে রাউজান সদর ইউনিয়নের ০৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব রাউজান গ্রামে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই এলাকার ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা।  মানববন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী পরিবারের প্রবাসী রাসেলের মা রেহেনা বেগম বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি রাতে ২০-৩০জন সাদাপোশাকধারী ব্যক্তি তাদের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিচয় দিয়ে দরজা খোলার জন্য বললে আমরা দরজা খোলার আগেই তারা পেছনের লোহার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পাকা ঘরের দ্বিতীয় তলা নির্মাণের জন্য ওমান থেকে আমার ছেলের প্রেরণকৃত ঘরের খাটের বক্সে রক্ষিত নগদ প্রায় ২১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া বিভিন্ন আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার লুট করে নেয়। তাছাড়া বাগানের কাজের ও ঘরের নিত্যব্যবহৃত দা-ছুরিসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র ও পানি সঞ্চালন লাইন এবং পানির ট্যাংক, জানালা ভাঙচুর করা হয়। পরিবারের কয়েকজনের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, আমার ৩ ছেলেই প্রবাসী। একই রাতে ওই এলাকার বেপারী পাড়ায় মো.আরমানের বাড়ি থেকে ১৫হাজার নগদ টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়।
স্থানীয় দিদারের বোন তানজু আকতার বলেন, আমি শ^শুর বাড়ি থেকে বাপের বাড়ি বেপারী পাড়ায় বেড়াতে এসেছিলাম। ১৬ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একদল মানুষ ঘরে প্রবেশ করে। অন্তঃসত্ত্বা বোনের ডেলিভারির জন্য আমার কাছে রাখা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। একই ওয়ার্ডের উত্তর পাড়ার সিএনজি চালক মানিকের স্ত্রী রিনা আকতার বলেন, ওই রাতে আমাদের ঘরে প্রবেশ করে আলমিরার চাবি খুঁজতে থাকে। এসময় আমি ভয়ে উনাদেরকে চাবি দিয়ে দিই। তারা আলমিরা খুলে নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়। স্থানীয় আবছারের ভাইয়ের স্ত্রী রেহেনা আকতার বলেন, আমাদের ঘরে প্রবেশ করে প্রথমে আবছার কোথায় জিজ্ঞেস করে ব্যাপক তল্লাসি শুরু করে। আমরা তাদের জানিয়েছি আবছার দীর্ঘদিন ধরে এলাকাছাড়া। কোথায় আছেন তা আমরা জানিনা। তার সাথে আমাদের যোগাযোগ নেই। স্থানীয় মরিয়ম বেগম নামে আরেক নারী বলেন, ‘রাতের অন্ধকার নেমে আসলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একদল ব্যক্তি হানা দিচ্ছে। ভয়ে পুরুষেরা এলাকাছাড়া। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মানববন্ধনে বক্তারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম