আগামী ৭ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে আসছেন জামায়েত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রচার-প্রচারণার জন্য মাইকিং, মিছিল ও গণসংযোগের করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে স্বরণকালের শেরা সামাবেশ দেখানোর ঘোষণা দিয়েছেন সোনারগাঁ জামায়াত।
বুধবার বিকেলে উপজেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সবগুলো ইউনিট কমিটির কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে এই প্রচার-প্রচারণা, মাইকিং, মিছিল ও গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সামাবেশে বক্তব্য রাখেন, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের আমির মাহবুবুর রহমান, সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা ও আব্দুল হাই।