নিজস্ব প্রতিবেদক
ইন্ডাস্ট্রিয়ালিটস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) ওয়ারী গেন্ডারিয়া সুত্রাপুর জোনের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৭টায় গেন্ডারিয়া জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
জোন সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম, এফবিসিসিআই পরিচালক, মহানগরের উপদেষ্টা আমি কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী। মহানগর দক্ষিণের সহ-সভাপতি আইয়ুব আলী ফরাজী, এইচআরডি সম্পাদক সোলায়মান কবির মাসুম, খিলগাঁও-শাহজাহানপুর পরিচালক রাশেদুল হাসান রানা, মহানগর দক্ষিণ সভাপতি মোঃ আমিনুর রহমান।
আরো উপস্থিত ছিলেনপল্টন জোন সভাপতি সরদার আব্দুল কাদের, ওয়ারী গেন্ডারিয়া জোন পরিচালক কামরুল আহসান হাসান হাসান, উপদেষ্টা মুতাসিম বিল্লাহ, হামিদুর রহমান সোহাগ , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমান, সলিম বিন সাঈদ, ফারুক হোসাইন, মাহফুজুর রহমান, মামুনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সিন্ডিকেট এবং পণ্য মজুলকে হারাম করেছেন ।এই সংগঠন সৎ ব্যবসায়ী তৈরির আন্দোলন।
তিনি আরো বলেন, ব্যবসা করতে হলে সর্বশেষ তথ্য প্রযুক্তি জানা থাকতে হবে।
বিশেষ অতিথি ডা. আনোয়ারুল আজিম বলেন, বড় বড় ব্যবসায়ীরা এই অঞ্চল থেকে ব্যবসা শুরু করেছেন। দেশে যত ব্যবসায়ী রয়েছে সবাই ছোট থেকে বড় হয়েছেন। ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে তারপর ব্যবসা শুরু করতে হবে।