নিজস্ব প্রতিনিধিঃ
দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস. আলম সাইদুল, শাহাদাত হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদস্য সচিব শেখ মোঃ সিয়াম, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি আলামিন আকাশ, ফতুল্লা থানা সাইবার ইউজার দলের আহবায়ক মোঃ স্বপন সহ ফতুল্লা থানা ও মহানগর এর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।