রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে সংরক্ষিত বনের গাছ, সামাজিক বানায়ন ও সড়ক পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। প্রতিদিন ইটভাটায় কয়েক হাজার মণ জ্বালানি কাঠ পাচার করা হয়।অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন রাউজান উপজেলার সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের চারা গাছ কেটে লাকড়ি করে চাঁদের গাড়ি জিপ যোগে ইটভাটায় পাচার করছে একটি বনদস্যু সিন্ডিকেট।রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আইলীখীল,ওয়াহেদুল খীল, পূর্ব রাউজান ৮-১০টি ইটভাটায় এসব কাঠ সরবরাহ করে পাচারকারী এ সিন্ডিকেট। রাউজানের বনাঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ি- হাটহাজারী ও পার্বত্য অঞ্চল কাউখালি থেকে বনাঞ্চলের গাছে কেটে প্রতিদিন চাঁদের গাড়ি যোগে ইটভাটায় বিক্রি করছে বনদস্যুরা।ইটভাটায় জ্বালানি কাজে কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করে চলছে ইট পোড়ানোর কাজ। ভাটাগুলোতে লোক দেখানোর জন্য সামান্য কয়লা রাখা হলেও প্রকৃতপক্ষে বনের কাঠই ব্যবহার করা হচ্ছে। এর ফলে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।এসব ইট ভাটাগুলো বেশির ভাগ জনবসতিপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই তৈরি হয়েছে। ভাটার কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, রাউজানের শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, গহিরা- হেয়াকোঁ সড়ক ও হাফেজ বজলুল রহমান সড়ক, চট্টগ্রাম রাঙামাটি সড়ক দিয়ে রাত-দিন ইটভাটায় যাচ্ছে জ্বালানি হিসাবে বনের কাঠ।ঘাটে ঘাটে দিতে হয় চাঁদা। প্রশাসন ও বন বিভাগের সামনে দিয়ে এসব কাঠের গাড়ি গেলেও নীরব ভূমিকা পালন করছে তারা। দিন দিন উজাড় হয়ে যাচ্ছে বন। ইটভাটায় লাকড়ি পোড়ানো পাশাপাশি গিলে খাচ্ছে কৃষি জমি ও পাহাড় টিলার মাটি। রাউজানে পাহাড় ও বন ঘেঁষে গড়ে উঠা ইটভাটায় প্রশাসনের কোন প্রভাব পড়ে না। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে ইটভাটায় কাঠ পোড়ানো ও মাটি কাটা মহোৎসব। ইটভাটার শ্রমিকরা জানান, কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও কাঠ দিয়েই ইট পোড়ানোর হচ্ছে। প্রতিটি ভাটায় দৈনিক ৫০০ থেকে ৬০০ মণ জ্বালানি কাঠ পোড়ানো হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, রাউজানের‘কোন ইটের ভাটায় পরিবেশ বিধ্বংসী কাজ করলে ছাড় দেওয়া হবে না।প্রয়োজনীয় তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।