আল হাসান মোবারক
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম নবায়ন শুভ উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানা ও ৭১ ওয়ার্ডের নেত্রীবৃন্দের অনুষ্ঠানে রাজধানীর পল্লবীতে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন।
গত ২৬ ফেব্রয়ারী ২০২৫ ইং বুধবার ৩ টায় রাজধানীর ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার পল্লবীতে সদস্য ফরম নবায়ন শুভ উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানা ও ৭১ ওয়ার্ড নেতৃবৃন্দের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ক্রীড়া সম্পাদক (জাতীয় নির্বাহী কমিটি বিএনপি) জনাব আমিনুল হক।
এসময় সভপতির বক্তব্যে আমিনুল হক বলেন, কিছু লোক আছে দেখেতে ও গড়নে বাংলাদেশী, তারা আসলে বাংলাদেশী না, ভিন্নদেশী, তার বাংলাদেশ কে নিয়ে গভীর ষড়যন্ত্র করে, তাদেরকে নিয়ে আমাদের সজাগ থাকতে হবে। তার থাকবে বাংলাদেশে, খাবে বাংলাদেশে আর ষড়যন্ত্র করবে অন্য দেশের হয়ে এদেশে।
তিনি আরও বলেন দেশ এখন কিছুটা আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে এই গুলো তাদের’ই কাজ । আপনার এদের প্রতি সজাগ থাকবেন, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দ্বায়িত্ব শুধু পুলিশের একার নয় আমাদেরও ।
আমারা সকলে এই ষড়যন্ত্রকারী যারা দেশের আইন শৃঙ্খলা বি-নষ্ট করছে, তার আমার, আপনারা পাসেই থাকে তাদের কে আইনের কাছে ধরিয়ে দিন, আইন নিজের হাতে তুলে নিবেন না। পুলিশকে সহযোগিতা করুন। দেখবেন শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।
এসময় তিনি বলেন দেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারে নাই, এখন দেশের মানুষ ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। আমার চাই জনগণ নির্বিঘ্নে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার পরিবেশ সৃষ্টি করে দেওয়া ।
তিনি আরও বলেন আমার জনগণের অস্থা অর্জনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে, দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশর মানুষের সাম্য সামাজিক অধিকার, ন্যয় বিচার, স্বর্নিভর, দুর্নীতি মুক্ত, শান্তির বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন নব্য বিএনপি ফ্যাসিস্ট সরকারের দোসরদের দলে স্থান নাই। এই নবায়নে যারা দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, দলের পরিক্ষিত কর্মী তারাই স্থান পাবেন।
যে নেতারা নব্য ফ্যাসিস্টদের কে দলে স্থান দিবেন, প্রমান হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে অতএব সকলে সাবধান।
এসময় মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, শফিকুল ইসলাম শাহীন, রেজাউর রহমান ফাহিম, হুমায়ুন কবির রওশন, জিয়াউর রহমান জিয়া, আশরাফুজ্জাহান জাহান, শামীম পারভেজ, মাহাবুব আলম ভূঁইয়া শাহিন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, জাহেদ পারভেজ চৌধুরী, তাঁতী দল উত্তরের আহ্বায়ক শামসুন্নাহার বেগম প্রমূখ।