রাউজান প্রতিনিধিঃ
ঘোষিত রাউজান উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও হলদিয়া ইউনিয়ন বিএনপি কমিটি বাতিলের দাবিতে সংবাদিক সম্মেলন করেছেন পদ বঞ্চিত বিএনপি নেতাকর্মীরা। ১০ ফেব্রুয়ারী বিকালে হলদিয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোছলেহ উদ্দীন বলেন, ১৯৯৬ সালে বিএনপিতে যোগদানের মাধ্যমে সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। হলদিয়া ইউনিয়নে ৯৫ ভাগ মানুষ সমর্থন করে গিয়াস উদ্দিন কাদের পরিবারকে। রাউজানে ৭০ ভাগ মানুষ সমর্থন করে এ পরিবারকে। গত ১৭ বছর মামলা-হামলার স্বীকার হয়েছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। ত্যাগীদের নির্যাতিতদের বাদ দিয়ে উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার দুই সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করেছে। ঘোষিত পকেট কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে রাউজান বিএনপির ত্যাগী নেতাদের মূলায়ন করতে হবে। অন্যতায় ঘোষিত পকেট কমিটি অবাঞ্চিত ঘোষনাসহ অবরোধ কর্মসূচী দিতে বাধ্য হব। তিনি বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রথমে ওয়ার্ড, তারপরে ইউনিয়ন কমিটি ও সর্বশেষ উপজেলা কমিটি করতে হয়। এ সাংগঠনিক নিয়ম মেনে দলকে শক্তিশালী করতে হবে। তিনি অবৈধ পকেট কমিটি বাতিলের জোর দাবি জানান। সাংবাদিক সম্মেলনে ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা দিদারুল আলম বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ¦ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশনা দিয়েছেন রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোন ছাড় নেই। সন্ত্রাসী যেই হোক তাদের অবিলম্বে গ্রেফতার করার জন্য। উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন বলেন, ত্যাগীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণায় নেতাকর্মীদের হৃদয়ে রক্তখনন হয়েছে। এ কমিটি বাতিল করতেই হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ কামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ( বাবুল মুন্সী), বিএনপি নেতা কামাল উদ্দিন, মোঃ নুরুল আলম তালুকদার, ইউচুপ তালুকদার, কে এম আজগর উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদুল আলম জিকু, জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা জহুর আহাম্মদ মেম্বার, আহম্মদ মিয়া মেম্বার,মাষ্টার হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মোঃ দুলাল, উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল খালেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, মোঃ ওমর ফারুক, যুবদল নেতা মোঃ মহিউদ্দিন, মোঃ মন্জু,জামাল উদ্দিন তালুকদার,ওসমান গনি রুবেল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ লোকমান, মোঃ ফারুক, মহিউদ্দিন, মাসুদ, বাবর, জয়নাল, মমতাজ উদ্দিন তালুকদার, দিদারুল আলম, ওমর ফারুকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।