এম আর আমিন, চট্টগ্রাম
চট্টগ্রামে চলমান-প্রস্তাবিত কার্যক্রম প্রসঙ্গে নানা প্রশ্নের ব্যাখ্যা দিলেন বাপাউবো।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান ও প্রস্তাবিত কার্যক্রমের উপর চট্টগ্রামে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও থানাধীন (বাপাউবো)র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বর্তমান প্রকল্প গুলোর অগ্রগতি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রকল্পগুলোর পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং স্থানীয় জনগণের সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বাপাউবো কর্মকর্তারা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে এলাকাবাসীর জীবনমানের উন্নয়ন ঘটবে এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানের পথ সুগম হবে।
গণশুনানি অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা তাঁদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করেন। উপস্থিত জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
গণশুনানিতে বিভিন্ন জেলা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের সমস্যা ও চলমান প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা দেন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, পটিয়া উপ-সহকারী প্রকৌশলী আনিস হায়দার খান, আনোয়ারা ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী বর্ণ হক, সীতাকুণ্ড উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত তালুকদার, সন্দ্বীপ উপ-সহকারী প্রকৌশলী আরশাদ আলী, বাঁশখালী উপ-সহকারী প্রকৌশলী অনুপম পাল ও খাগড়াছড়ি জেলা উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমানসহ বিভিন্ন পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলার প্রকৌশলীগণ।
গণশুনানিতে পাউবোর কর্মকর্তা কর্মচারী ছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে রুমানা পারভীন তানিয়া, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, জেলা-উপজেলার রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে অংশ নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী সেলিম তার বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করেন। পাহাড়ি এলাকা হওয়ায় এখানে ভূ-গর্ভস্থ পানির স্তর অত্যন্ত নীচে।
ফলে সারাবছর বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় পানির তীব্র সংকট দেখা দেয়। প্রাকৃতিক জলাধার নির্মাণের মাধ্যমে এলাকায় পানির সংকট দূর করাসহ, বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসীর জন্য পর্যটন শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য অনুরোধ জানান।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্থানীয় অংশীদার মোস্তাফিজুর রহমান উপজেলার ঘোড়ামরা হতে শিকদার খাল পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার ও ঝুঁকিপূর্ণ পুরনো স্লুইসগেট অপসারণ করে নতুন স্লুইসগেট নির্মাণের প্রকল্প গ্রহণের মাধ্যমে সীতাকুণ্ড এলাকার জনসাধারণের যানমাল রক্ষার এবং আর্থসামাজিক উন্নয়ন সাধনের জন্য অনুরোধ জানান।
এ বিষয়ে পাউবোর কর্মকর্তারা জানান, সীতাকুণ্ড ও মিরসরাইয়ে সম্ভাব্য প্রাকৃতিক জলাধার নির্মাণ এবং ঘোড়ামরা হতে শিকদার খাল পর্যন্ত বেড়িবাঁধ ও স্লুইস নির্মাণের প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে।
বাঁশখালীর স্থানীয় জনপ্রতিনিধি লোকমান মাস্টার জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়ন করিমবাজার এলাকায় পূর্বের স্লুইসগেট অকেজো হয়ে পড়ায় নতুন স্লুইস গেট নির্মাণ করা জরুরি। তিনি বাহারছড়া ইউনিয়ন অংশে জলকদর খাল পুনঃখনন ও কয়েকটি চলমান স্লুইসগেটের সম্মুখ ভাগে পলি জমে যাওয়ার কারনে পানি নিষ্কাসনে বিঘ্ন ঘটায় তা অপসারণের অনুরোধ জানান। তাছাড়া বাহারছড়ায় সমাপ্ত কাজের জন্য পানি উন্নয়ন বোর্ড এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রস্তাবিত এক কিলোমিটার কাজ দ্রুত শুরু করার অনুরোধ জানান।
এ বিষয়ে ব্যাখ্যা দেন বাপাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। বলেন, বাহারছড়া ইউনিয়নস্থ করিম বাজার স্লুইসগেট এর নকশা প্রেরনের জন্য জরিপ কাজ সম্পন্ন করে ডিজাইন ডাটা প্রেরন করা হয়েছে। স্লুইস গেট এর সম্মুখ ভাগের পলি অপসারন কাজের ব্যবস্থা নেয়া হচ্ছে এবং প্রস্তাবিত কাজ দ্রুত সময়ে শুরু হওয়ার আশ্বাস প্রদান করেন।
একই উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, তার ইউনিয়নের কয়েকটি চলমান স্লুইসগেট এর কপাট খুলে পড়ে যাওয়া ও হাতল ভেঙ্গে যাওয়ার কারনে পানি নিষ্কাসনে বিঘ্ন ঘটছে। তা অপসারণ করত নতুন কপাট ও হাতল মেরামতের অনুরোধ জানান এবং সর্বোপরি ২.৬১০ কিলোমিটার কাজ দ্রুত শুরু করার অনুরোধ জানান।
এ বিষয়ে বাপাউবোর খানখানাবাদ ইউনিয়নস্থ স্লুইসগেট এর কপাট ও হাতল মেরামতের জন্য রিকুইজিশন প্রেরন করা হয়েছে এবং প্রস্তাবিত কাজ দ্রুত সময়ে শুরু হওয়ার আশ্বাস প্রদান করেন।
একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর চৌধুরী উপজেলার উপর দিয়ে প্রবাহিত জলকদর খাল পুনঃখনন এর জন্য বাঁশখালী উপজেলার গন মানুষের পক্ষে অনুরোধ জানান।
বাপাউবো কর্মকর্তারা জলকদর খাল দ্রুত পুনঃখননের আশ্বাস প্রদান করেন। তাছাড়া খালটি সরেজমিনে জরিপ কাজ সম্পন্ন করে ডিজাইন ডাটা প্রেরন করা হয়েছে বলে জানায়।
একই উপজেলার সাধনপুর ইউনিয়নের অপর এক জনপ্রতিনিধি মো. ওয়াহিদ তার এলাকার প্রস্তাবিত ১.১০০মি: কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার জোর দাবী জানালে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন বাপাউবো কর্তৃপক্ষ।
গণশুনানিতে অংশ নিয়ে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা কাজী আবু হায়দার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মানকৃত ব্লক বেড়ীবাঁধ সন্দ্বীপের জনগণের অনেক আকাঙ্ক্ষিত বলে জানান এবং সন্দ্বীপের মানুষকে প্রাকৃতিক দূর্যোগ ও ঘূর্ণিঝড় হতে থেকে সন্দ্বীপকে নিরাপদ রাখার কথা উল্লেখ করেন। উক্ত কাজের আলোকে সন্দ্বীপের অন্যান্য অংশে কাজ শুরু করা এবং সন্দ্বীপ পোল্ডার-৭২ এর