1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে স্বর্ণ দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১, ৪ রাউন্ড গুলি সহ ১ ডাকাত আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে স্বর্ণ দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১, ৪ রাউন্ড গুলি সহ ১ ডাকাত আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ‘প্রীতি জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে কাউছার আহমেদ নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

চৌদ্দগ্রাম থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটে ‘প্রীতি জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ দোকানে ক্রেতা সেজে ৮/১০ জনের একটি ডাকাত দল মাথায় মাংকি টুপি ও মুখে মাস্ক পরে অবস্থান নেয়। এ সময় ডাকাতরা কৌশলে দোকান কর্মচারী পলাশ চন্দ্র দত্ত (৩০) কে অস্ত্রের মুখে জিম্মি করে ওই দোকানের স্বর্ণালঙ্কার লুট শুরু করে। কর্মচারী পলাশ ডাকাত বলে চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর শুরু করে। ডাকাতির বিষয়টি টের পেয়ে একই মার্কেটের পাশের দোকানদার মো: মোশাররফ হোসেন (৪৫) ডাকাত, ডাকাত বলে চিৎকার করে মার্কেটের মূল গেইটটি বন্ধ করার চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হতে লাগলে ডাকাতরা বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ডাকাত দলের এক সদস্য ঢাকা উত্তরখানের চান পাড়া গ্রামের মো: আবুল বাশারের ছেলে কাউছার আহমেদ (৩৫) কে আটক করে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে ধৃত ডাকাত দলের সদস্য কাউছার আহমেদকে নিজেদের হেফাজতে নেয়।

প্রীতি জুয়েলার্সের কর্মচারী পলাশ চন্দ্র দত্ত বলেন, সন্ধ্যার কিছু পরে ৮/১০ জনের মুখোশ পড়া একটি দল ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা স্বর্ণ ক্রয় করার অজুহাত দেখিয়ে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের শো-কেসে এবং লকারে রাখা বিভিন্ন স্বর্ণালঙ্কার নিজেদের কাছে থাকা ব্যাগ ভর্তি করতে শুরু করে। আমি ডাকাত বলে চিৎকার করতে চাইলে তারা আমাকে মারধর করে প্রাণে মারার চেষ্টা করে। আমার চিৎকার শুনে পাশের এক দোকানদার এগিয়ে আসলে তারা তাকে গুলি করে। পরে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যাওয়ার সময় জনতা একজনকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ এসে তাকে তাদের হেফাজতে নেয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ডাকাত দলের সদস্য কাউছারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার দেহ তল্লাশী করে চার রাউন্ড গুলি সহ পিস্তলের একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের মিরশ^ানী নামক এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রো বাস (ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) জব্দ করা হয়। মাইক্রোটি তল্লাশী করে দু’টি ধারালো চাপাতি ও বেশকিছু স্বর্ণের খালি বক্স উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত মাইক্রোবাস থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। ওই লাইসেন্স এর ছবির সাথে আটককৃত ডাকাত কাউছার আহমেদ এর ছবির হুবহু মিল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত কাউছার নিজেকে ডাকাত দলের সদস্য বলে স্বীকারোক্তি দিয়ে পুলিশকে জানায়, তার দলের অপর সদস্যদের সকলে কুমিল্লা জেলার বাহিরের লোক। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি এর ফুটেজ দেখে ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ব্যাপারে প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। মামলায় তিনি তার দোকান থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট হওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম