নিজস্ব প্রতিবেদক :-
টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায় জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১ বৃদ্ধাকে হত্যার চেষ্টা ও বাড়ি দখলের করেন মহিলা মাস্তান খ্যাত
ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ ফজিলা বেগমের নেতৃত্বে একদল সন্ত্রাসী।
বঠি,দা, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে হাফিজা পরিবারের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় আহত হন হাফিজা বেগম ছেলে শাকিল স্বামী শাজাহান, হাফিজা বেগমের মাথায় পরে ২৬ টি সেলাই যেটা যে কেউ দেখলে শিউরে উঠবে।
২৬ সেপ্টেম্বর ২০২৪ সনে হামলা হলেও এখনো সঠিক বিচার পাচ্ছে না পরিবারটি।
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দরিচন্দ্রবাড়ী গ্রামের হামলার শিকার বৃদ্ধা হাফিজা বেগম জানান, আমরা এভাবে মার খেয়েও আইনি প্রতিকার পাচ্ছি না। আমি এখনো সুস্থ হতে পারিনি আদৌ সুস্থ হতে পারবো কিনা জানিনা।
আমি এখনো ঢাকাতে চিকিৎসাধীন রয়েছি ফজিলা মেম্বার বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে তার নজর পরেছে আমার এক খন্ড জমির উপর, প্রাণ ভয়ে এলাকায় যেতে পারছিনা। প্রশাসন সহ কারো কাছে কোন রকমের সহযোগিতাও পাচ্ছিনা বলেও জানান তিনি।
ঘটনার পরে আমরা থানায় মামলা করার অনেক চেষ্টা করেছি পুলিশ মামলা নেয়নি।নানা অজুহাতে আমাদের ঘুরিয়েছে।শেষ পর্যন্ত উপায় না পেয়ে আদালতে মামলা করেছি। পুলিশ প্রতিবেদনের পরে পালাতোক আসামিরা যামিনে বের হয়ে এসে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে।
হাফিজার আহত ছেলে শাকিল আহমেদ জানান, রহিজ উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৮),মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ রহিজ উদ্দিন (৫৫),হবিবুর রহমানের ছেলে শাহীন (৩৫), রহিজ উদ্দিনের স্ত্রী ফজিলা বেগম (৪০), রুবেলের স্ত্রী পিয়াসা (২২), কে আসামি করে গত ১ অক্টোবর টাঙ্গাইলের আদালতে মামলা করেছি। জামিনে মহিলা মেম্বার সহ আসামিরা বের হয়ে এসে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং এলাকায় গেলে গায়েব করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তাই আমরা প্রাণের ভয়ে এলাকায় যেতে পারছিনা।
তারা আমার মায়ের গলায় থাকা দেড় ভরি ওজনের বিদেশী স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। আমাদের বসত বাড়ীর বেড়া ভাংচুর করেছে। এতে করে আরও প্রায় লাক্ষাধিক টাকার ক্ষতি করেছে তারা।
এলাকাবাসী অনেকের সাথে কথা বলে জানা যায় ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ ফজিলা বেগম একজন মহিলা মাস্তান নামে পরিচিত আওয়ামী লীগের রাজনীতি করে মহিলা মেম্বার নির্বাচিত হয়ে করেছেন কারি কারি টাকা এলাকায় সৃষ্টি করেছেন ত্রাস।
বিভিন্ন মানুষের জমি দখল বাড়ি দখল সহ সরকারি বাড়ি দেওয়ার নামে প্রায় ২০ টি পরিবারের কাছ থেকে নিয়েছেন হাজার হাজার টাকা। বাড়ি না পেয়ে টাকা চাইতে গিয়েও হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন।
এসব অভিযোগের বিষয়ে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মেম্বার ফজিলা খাতুনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে মহিলা মেম্বার ফজিলা খাতুনের বিচারের দাবি করেন এলাকাবাসী।