মোঃ সাইফুল্লাহ ;
ঢাকার মিরপুর “ল” কলেজে নবীন বরণন উপলক্ষে প্রস্তুতি সভা ও পিঠা উৎসব ৮ ফেব্রুয়ারী রবিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কলেজের সকল বর্ষের ছাত্র ছাত্রী ও স্থানীয় অভিবাবকদের উপস্থিতিতে ক্যম্পাস এক মিলন মেলায় রূপান্তরিত হয়।
প্রস্তুতি সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ছাত্র নেতা নাজমুল আহসান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, নাজিমুদ্দিন ইমরান , লিজা খাতুন, মৌসুমী আক্তার, তানজিলা হক নীপা, মাজহারুল ইসলাম, মোমতাজ পারু, নুরুন্নবী শিহাবসহ আরো অনেকে।
কলেজ সুন্দর ও সুষ্ঠ ভাবে তথা নবীনবরণকে সার্থক করার জন্য কলেজের উপাধ্যক্ষ খোন্দকার মোদাররেস এলাহী বিশেষভাবে সবার প্রতি দৃষ্টি আকর্ষন করেন। পাশাপাশি কলেজের সকল দায়িত্ব অর্পনের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
অনুষ্ঠান শেষে সাবেক অধ্যক্ষ কতৃক দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবিতে মানব বন্ধন করা হয় বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৯/০২/২০২৫ইংদ