হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:ল
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।ম্যাচে আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের খেলোয়াড় মো. রাব্বি। আম্পায়ারের দায়িত্বে ছিলেন নুর মোহাম্মদ খালিদ ও আব্দুল্লাহ আল মাসুদ।
টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে টফি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
এইসময় সময় ধুকুরিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ চত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। কারিগরি শিক্ষা বোর্ড কতৃক মনোনীত নকলা উপজেলা শাখার সমন্বয়ক ও ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ হযরত আলী, নকলা পৌর বিএনপি’র সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সুলতানা নুরুন্নাহার ও নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।