হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলার জালালপুর পশ্চিমপাড়া সাতানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ অভিযোগ পাওয়া গেছে । উক্ত স্কুলের সহকারি শিক্ষক ছায়েদুল ইসলাম ময়মনসিংহ বিভাগীয় উপ পরিচালক (প্রাথমিক শিক্ষা) বরাবর লিখিত অভিযোগ করেছেন যে, উক্ত স্কুলের প্রধান শিক্ষক মনিকা পারভীন আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে সরকারি ¯øীপ , ক্ষুদ্র মেরামত ও প্রাক-প্রাথমিক এবং শিশু শ্রেণীর জন্য বরাদ্দকৃত প্রায় ৯ লক্ষ টাকার ৩০% কাজ করে বাকি ৭০% কাজের টাকা আত্মসাৎ করেছেন। প্রধান শিক্ষক নিজের ইচ্ছা মত কমিটি করিয়া পরকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন না করে এর হিসাব যথাযথ ভাবে কমিটি ও সহকারি শিক্ষক দের নিকট প্রদান করেনি। এব্যাপারে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক মনিকা পারভীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন । অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর, উপজেলা নির্বাহী অফিসার নকলা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নকলায় প্রদান করেছেন ।