সেলিম উদ্দীন, ঈদগাঁও।
রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (পীর সাহেব, বায়তুশ শরফ) বলেছেন, বায়তুশ শরফ মানুষের আত্মর পরিশুদ্ধির পাশাপাশি মানব সেবা ওসমাজ সংস্কারের কাজও করে যাচ্ছে।
Exif_JPEG_420
তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর এই কঠিন মুহূর্তে গাউসে পাকের অনুসারীদের ঐক্যের প্রয়োজন। তিনি ছিলেন বিশ্বনবীর সঃ এর বড় অনুসারী। তাই তিনি বড় পীর। তিনি মানবতার মুক্তির জন্য আজীবন সাধনা করেছেন। বায়তুশ শরফের পীর সাহেবগণ ওই পথেরই অনুপ্রেরণা।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গোমাতলী বায়তুশ শরফের পবিত্র ইছালে ছওয়াব মাহফিলে রাহবারে বায়তুশ শরফ এসব কথা বলেন।
রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (পীর সাহেব, বায়তুশ শরফ) এর সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন চট্টগ্রাম বায়তুশ শরফের মাওলানা ক্বারী জিয়াউল হক আনসারী, মাওলানা ইউসুফ আরমানী, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নুরুল হুদা ও মুফতি মুহাম্মদ ইউনুস।
এসময় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, এসএম কামাল উদ্দীন, ঈদগাঁও বায়তুশ শরফের মাস্টার সিরাজুল ইসলাম, মাওলানা আবদুর রহমান আজাদ, টেকপাড়া বায়তুশ শরফের মাওলানা আবদুল কাদের, প্রবীণ মুরব্বি সিরাজুল ইসলাম, দলিলুর রহমান সওদাগর, এম আবদুল্লাহ খান, আবদুস সালাম সওদাগরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উত্তর গোমাতলী বায়তুশ শরফের মোঃ সাইফুদ্দিনের সার্বিক তত্বাবধানে দিনব্যাপী মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। মোঃ সাইফুদ্দিন
মাহফিলের আলোচক, অতিথিসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
১৮/২/২০২৫ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও