মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় তুলা চাষীদের নিয়ে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার বারইপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ ড. কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের কীটপতঙ্গ বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মোঃ তাসদিকুর রহমান।
তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড.মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও শ্রীপুরের কটন ইউনিট অফিসার চামেলী খাতুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান
মোঃ মিজানুর রহমান মোল্লা।
কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- জোকা গ্রামের তুলাচাষী মোঃ বদিয়ার রহমান, বারইপাড়া গ্রামের মোঃ রবিউল ইসলাম ও মোঃ নবাবুল ইসলাম।
তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের আয়োজনে ও তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প ফার্মগেট ঢাকার অর্থায়নে অনুষ্ঠানে ৮০ জন তুলা চাষী অংশ গ্রহন করে।
শ্রীপুরে এ বছর ২৮০ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/০২/২০২৫ইং