মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় সেনা অভিযানে ১৩ ফেব্রুয়ারি বুধবার সকালে শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার ও একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প।
সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু পিএসসি(বিএ-৭৩৩২) এর নেতৃত্বে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি গ্রামে আল আমিন কাজি(৩৬) এর বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে আল আমিন কাজির বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি বন্দুকের গুলি, এগারোটি দেশি রাম দা, একটি দেশি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি হকি স্টিক, চারটি ঢাল ও দশটি স্টাম্প উদ্ধার করা হয়। এসময় আল আমিন কাজিকে আটক করা হয়।
আটক আল আমিন কাজি জেলার শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজির পুত্র।
উক্ত অভিযানে মেজর সাফিন আল সাইফ পলক (বিএ-১০০৩৩) অংশগ্রহণ করেন বলে জানা গেছে ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
১৩/০২/২০২৫ইং